Put your amazing slogan here!
Here can make a detailed description of your blog so visitors will know what it is or to advertise on other sites that interest you!

Monday, July 2, 2012

Write protection - Enable বা Disable যা খুশি করুন, খুবই সহজ


Write protection কি?
Write protection এমন একটি protecting সিস্টেম যা Apply করলে আপনার কম্পিউটার থেকে আপনাকে না জানিয়ে কেউ USB drive দিয়ে কোন ফাইল Cut, Copy, Paste, Send বা Delete করতে পারবে না এমনকি আপনার কম্পিউটারে কোন USB drive কে Format ও করতে পারবেনা। এই কাজ টি ম্যানুয়ালি করা যায় আবার মাঝে মাঝে ভাইরাসের কারনে আটমেটিক হয়ে যায়।
এখন আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটার কে Write protect করবেন
প্রথমে স্টার্ট-এ গিয়ে রান-এ ক্লিক করুন এবং regedit লিখে দিয়ে এন্টার চাপুন, ফলে registry editor ওপেন হবে। এবার ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control>StorageDevicePolicies
যদি আপনার registry editor এ StorageDevicePolicies ফাইলটি না থাকে, তাহলে  নিচের  লিঙ্ক থেকে একটি ব্যাট ফাইল ডাউনলোড করুন তারপর ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
http://www.troublefixers.com/wp-content/uploads/Miscellaneous/add.bat
এবার গিয়ে দেখুন StorageDevicePolicies ফাইলটি দেখা যাচ্ছে। তারপর ডানে আসা Write protect এর উপর ডাবল ক্লিক করুন। এবার Value data বক্সে থেকে data, 0 মুছে 1 করে দিয়ে ok করুন। কম্পিউটার রিস্টার্ট করুন। দেখুন আপনার কম্পিউটার Write protected হয়ে গেছে।
এখন আমরা দেখব ভাইরাসের কারনে আটমেটিক হয়ে যাওয়া Write protection কিভাবে দূর করবেন
প্রথমে স্টার্ট-এ গিয়ে রান-এ ক্লিক করুন এবং regedit লিখে দিয়ে এন্টার চাপুন, ফলে registry editor ওপেন হবে। এবার ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control>StorageDevicePolicies
যদি আপনার registry editor এ StorageDevicePolicies ফাইলটি না থাকে, তাহলে নিচের লিঙ্ক থেকে একটি ব্যাট ফাইল ডাউনলোড করুন তারপর ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
http://www.troublefixers.com/wp-content/uploads/Miscellaneous/add.bat
এবার গিয়ে দেখুন StorageDevicePolicies ফাইলটি দেখা যাচ্ছে। তারপর ডানে আসা Write protect এর উপর ডাবল ক্লিক করুন। এবার Value data বক্সে থেকে data, 1 মুছে 0 করে দিয়ে ok করুন। কম্পিউটার রিস্টার্ট করুন। দেখুন আপনার কম্পিউটার থেকে Write protection দূর হয়ে গেছে।

0 comments:

Post a Comment

newer post older post Home