Put your amazing slogan here!
Here can make a detailed description of your blog so visitors will know what it is or to advertise on other sites that interest you!

Saturday, June 23, 2012

Software ছাড়া নিজেই Change করুন I.P address

I.P address হচ্ছে Internet (I) Protocol (P) এড্রেস। www এর বিভিন্ন কাজের কিছু নিয়ম রয়েছে। এসব নিয়মগুলোকে বলা হয় I.P Protocol. এসব নিয়ম মেনে ইন্টেরনেটে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের এড্রেস ব্যবহার করে যাকে বলা হয় I.P address.

I.P address ২ ধরনের হয়ঃ

1. Public I.P address

2. Privet I.P address

আপনার কম্পিউটার এখন কোন আই.পি এড্রেস ব্যবহার করছে তা জানতে নিচের Link এ যান------>>


কার্যপ্রণালিঃ
প্রথমে এই লিঙ্কে যান ------>>
তারপর স্ক্রিনশটের মত ক্লিক করুন IP:Port Proxies এ তারপর আমরা অনেক আইপি দেখতে পাই, কিন্তু এদের মধ্যে অনেক নিম্নমানের স্পিড সমন্বিত কানেকশন রয়েছে এবং PL ল্যাব এর কানেকশনও রয়েছে। উল্লেখ্য, PL ল্যাবের আইপি সবাই ব্যবহার করতে পারে না। সুতরাং, আমাদের এখানে আইপি ফিল্টার করে ভালো গুলো বেছে নিতে হবে। স্ক্রিনশটের মত আমরা নির্দিষ্ট পোর্টের (8080, 808, 8008, 80, 8000) আইপি খুঁজব। প্রটোকোল সব থাকবে, এনোমিটি লেভেল হাই করে রাখব, প্লানেট ল্যাব বাদ দিয়ে দিব, স্পিড ও কানেকশন ফাস্ট রাখব।


  












এরপর নিচের মত একটি তালিকা পাব






এবার আমাদের ইন্টারনেট কানেকশনের সেটিংস এ যেতে হবে।
Control Panel > Internet Options > Connections যে কানেকশনে আমরা আইপি চেঞ্জ করতে চাই, সেটিকে সিলেক্ট করে ডান পাশে সেটিংস এ ক্লিক করুন।





প্রক্সি সার্ভার থেকে Use a Proxy Server For this Connection এ টিক দিন।





এরপর hidemyass.com থেকে পাওয়া আইপি এড্রেস ও পোর্ট বসিয়ে দিন।


0 comments:

Post a Comment

newer post older post Home