Put your amazing slogan here!
Here can make a detailed description of your blog so visitors will know what it is or to advertise on other sites that interest you!

Friday, July 20, 2012

একই সাথে Login করুন Facebook, Gmail বা যে কোন সাইটের একাধিক আইডিতে [শুধু Firefox বাবহারকারীদের জন্য]

সাধারনত Facebook, Gmail বা yahoo সহ যে কোন সাইটের একাধিক আইডিতে একই সময়ে একই সাথে Login করা যায় না। তবে Firefox বাবহারকারীরা চাইলে এখন থেকে যে কোন সাইটের একাধিক আইডিতে একই সময়ে একই সাথে Login করতে পারবেন।
যে ভাবে করবেন
প্রথমে  নিচের লিঙ্কে গিয়ে Multifox নামের এ্যাডঅন্সটি আপনার Firefox এ ইন্সটল করে Firefox  রিস্টার্ট দিন। 
এখন আপনার প্রখম Facebook বা Gmail আইডিতে লগইন করুন। এবার আপনার দ্বিতীয় Facebook বা Gmail আইডি তে লগইন করার জন্য নিউ ট্যাবে মাউসের রাইট বাটন ক্লিক করে [Open in a New Identity Profile] এ ক্লিক করুন।
ফলে নতুন একটি Window খুলে যাবে। এবার নতুন Window তে আপনি আবার  Facebook বা Gmail খুলে আপনার দ্বিতীয় আইডি দিয়ে Facebook বা Gmail  এ আপনার দ্বিতীয় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এভাবে একই ব্রাউজারে নতুন নতুন ট্যাব ওপেন করে একই সাথে একাধিক আইডি দিয়ে যত খুশি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যেকোন সাইটে।

0 comments:

Post a Comment

newer post older post Home