Put your amazing slogan here!
Here can make a detailed description of your blog so visitors will know what it is or to advertise on other sites that interest you!

Wednesday, July 4, 2012

মুছে দিন Icon এর Title Name


সাধারণত  Windows এর Desktop icon এ তার পরিচিতি মূলক title লেখা থাকে যাতে বুঝা যায় কোনটির কাজ কি। আমরা ইচ্ছে করলেই এর নাম পরিবর্তন করতে পারি। এখন চাইলে এই  আইকন  গুলোর  title নাম ও মুছে দিতে পারেন। তখন শুধু আইকন থাকবে এবং লেখাছাড়া  হলে Desktop দেখতে অন্যরকম হবে।
আপনাকে যা করতে হবে  
প্রথমে যে আইকন এর টাইটেল নেম মুছে ফেলতে চান তার উপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন, তারপর রিনেম এ ক্লিক করুন, তারপর সম্পূর্ন লেখাটি মুছে ফেলুন। তারপর আপনাকে কি-বোর্ড থেকে Alt key চেপে ধরে 0160 লিখুন (এটি একটি ASCII code )। এবার Alt key ছেড়ে দিয়ে এন্টার চাপুন। এটা শুধুমাত্র Desktop এর icon এর ক্ষেত্রে নয়। আপনি আপনার Hard-drive এর ফোল্ডার এ Apply করতে পারবেন।

0 comments:

Post a Comment

newer post older post Home