Windows 7 Setup এর সময় user এর কাছ থেকে জানতে চাওয়া হয় সিস্টেমে Operating system এর ভাষা-সময়-মূদ্রা কি হবে। ঐ সময় ইউজারের পছন্দ অনুসারে Theme ও যুক্ত হয়, যেমন Windows 7 এ Setup এর সময় ভাষা হিসাবে English select করলে system এ ইউএস-এর একটা Theme চলে আসে সাথে কিছু wallpaper কিন্তু system এ কিছু Hidden Theme আছে নানা এলাকার জন্য যেমন- Canada, U.K, Austrelia, South Afrike। এই theme গুলো সবাভাবিক ভাবে Default theme হিসাবে পাওয়া যায় না, কিন্তু কিছু কাজ করে এই Theme ও Wallpaper মুক্ত করে Default theme
হিসাবে পাওয়া যায়।
যে window আসবে সেখানে কিছু sub folder দেখাবে- MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US and MCT-ZA
Here- AU for Australia, CA for Canada, GB for Grait Britain, US for United States এবং ZA for South Africa.
এখন theme গুলোতে dobule click করুন। এরপর desktop এর রাইট button এ click করে Personalize এ গিয়ে Theme এ দেখুন নতুন সব Theme গুলো চলে এসেছে।
যেভাবে কাজটা করবেনঃ
Windows Key + R চাপুন ফেল RUN open হবে। এবার Run এ গিয়ে C:\Windows\Globalization\MCT টাইপ করে ENTER চাপুন।যে window আসবে সেখানে কিছু sub folder দেখাবে- MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US and MCT-ZA
Here- AU for Australia, CA for Canada, GB for Grait Britain, US for United States এবং ZA for South Africa.
এখন theme গুলোতে dobule click করুন। এরপর desktop এর রাইট button এ click করে Personalize এ গিয়ে Theme এ দেখুন নতুন সব Theme গুলো চলে এসেছে।
1 comments:
It works ! thanks... :-)
Post a Comment