Pen drive বা Memory card এর ফাইল মাঝে মাঝে Virus এর কারনে Hidden হেয় যায়, ফেল ফাইলগুলো দেখা যায় না কিনতু জায়গাও কমেনা। মনে হয় Virus এর কারনে ফাইলগুলো Delete হেয় গেছে। কিনতু ফাইলগুলো Delete হয় না যেভাবে ছিল সেভাবেই থাকে শুধু Virus এর কারনে দেখা যায় না। এই ফাইলগুলোর নামে exe ফাইলও দেখা যায়।
এরকম ঘটেল যা করেত হেবঃ
exe ফাইলগুলো Delete করে দিন তারপর run এ গিয়ে cmd লিখে enter চাপুন। আপনার Pen drive বা Memory card যে Drive এ আছে তা টাইপ করুন (যেমন- E, F, G, H, I)। এবার নিচের লাইনটি লিখুন এবং Enter চাপুন।
attrib -s -r -h -a /s /d
দেখুন আপনার Problem Solve
0 comments:
Post a Comment