মাউসের right বাটন ক্লিক করলে যে পপআপমেনু আসে, সেখানে আমরা নতুন ২টা অপশন যোগ করবো।
1. Copy To2. Move To
কেন করবেন !!
Copy To দিয়ে খুব সহজে রাইট মাউস ক্লিক করে যেই ফোল্ডারে ফাইল সেন্ড করতে চান সেখানে করতে পারবেন। আপনাকে বারবার কপিতে ক্লিক করে সেই ফোল্ডারে যেতে হবেনা।
Move To দিয়ে একি ভাবে বারবার Move To তে ক্লিক না করে সেই ফোল্ডারে যেকোন কিছু মুভ করতে পারবেন।
যেভাবে করবেনঃ
প্রথমে Run এ গিয়ে টাইপ করুন regedit এবং এন্টার চাপুন।
এখন, HKEY_CLASSES_ROOT\AllFileSystemObjects\shellex\ContextMenuHandlers
এখন রাইট মাউস ক্লিক করে ২টা নতুন Key বানান, নাম দিনএকটার নাম Copy To
আরেকটার নাম দিন Move To
এখন default এ ডাবল ক্লিক করে
Set the value 'Copy To' এরজন্য > {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}
Set the value 'Move To' এরজন্য > {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}
[উপরের Value গুলো ঠিক যেভাবে আছে এভাবে দিবেন, এখান থেকে কপি করে নিন]
শুধু Windows XP & Windows 7 এ কাজ করবে।
0 comments:
Post a Comment