যে ভাবে তৈরি করবেনঃ
একটি New ফোল্ডার তৈরি করুন। এখন ফোল্ডারটির উপর রাইট বাটন চেপে Rename এ ক্লিক করুন। New folder নামটি মুছে ফেলুন। এবার কী বোর্ড থেকে Alt কী চেপে ধরে কীপ্যাড হতে 0160 চাপুন [বিঃ দ্রঃ 0160 চাপার সময় Alt কী চেপে ধরে রাখতে হবে]। এখন Alt কী ছেড়ে দিন ফলে ফোল্ডারটির নাম মুছে যাবে এবার Enter প্রেস করুন। দেখুন তৈরী হয়ে গেলো নামবিহীন একটি ফোল্ডার।
বিকল্প পদ্ধতিঃ
একটি New ফোল্ডার তৈরি করুন। এখন ফোল্ডারটির উপর রাইট বাটন চেপে Rename এ ক্লিক করুন। New folder নামটি মুছে ফেলুন। এবার কী বোর্ড থেকে Alt কী চেপে ধরে কীপ্যাড হতে 255 চাপুন [বিঃ দ্রঃ 255 চাপার সময় Alt কী চেপে ধরে রাখতে হবে]। এখন Alt কী ছেড়ে দিন ফলে ফোল্ডারটির নাম মুছে যাবে এবার Enter প্রেস করুন। দেখুন তৈরী হয়ে গেলো নামবিহীন একটি ফোল্ডার।
তবে ল্যাপটপ কম্পিউটারে এভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরী করা যায় না। তাই যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা নিচের লিঙ্ক থেকে নামবিহীন একটি ফোল্ডার [মাত্র ৬৯ বাইট] ডাউনলোড করে .rar ফোল্ডারটির উপর রাইট বাটন চেপে Extract এ ক্লিক করুন। এবারন যত খুশী কপি করে নিন।
নামবিহীন ফোল্ডার তো তৈরী হয়ে গেলো। এখন এর ওপর রাইট বাটন চেপে Properties এ ক্লিক করে Customize এ গিয়ে Change icon এ ক্লিক করে ফোল্ডারটির আইকন Change করে নিজের পছন্দমত আইকন দিন। চাইলে নিচের লিঙ্ক থেকে পছন্দমত আইকন ডাউনলোড করে নিতে পারেন।
অথবা
0 comments:
Post a Comment