এখন থেকে কমেন্ট এডিট বা ডিলিট করা যাবে ফেইসবুকে। বৃহস্পতিবার থেকে কমেন্ট এডিট করার এই সার্ভিসটি চালু হয়েছে। এখন থেকে ফেইসবুকে কমেন্ট এডিট করার জন্য কমেন্টগুলোর ডান পাশে একটি ছোট পেন্সিলের মত একটি আইকন থাকবে। আইকনটিতে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে এবং দেখা যাবে কমেন্ট এডিট বা ডিলিট করার অপশন। এখন থেকে কোনো ছবি বা পোস্ট লাইক করলে কমেন্ট ছাড়াও সেটির এডিটিং হিস্টোরিরাদেখা যাবজাবেতাই কমেন্ট এডিট বা ডিলিট করলেও তা দেখতে পাবে ইউজাররা। অপশনটি সীমিতভাবে চালু হলেও সার্ভিসটি ফেইসবুকের সব ইউজারের অ্যাকাউন্টে ধীরে ধীরে চালু হয়ে যাবে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
Tuesday, June 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment