সাধারনত ১টি PC তে ১টি Yahoo Messenger দিয়ে একাধিক আইডিতে Login করা যায় না, তবে অল্প কিছু কাজ করে কোন সফটওয়্যার ছাড়াই ১টি Yahoo Messenger দিয়ে ১টি PC তে একাধিক আইডিতে Login করতে পারবেন।
আপনাকে যা করতে হবে
প্রথমে Run এ গিয়ে regedit টাইপ করে enter দিন। এরপর যে নতুন Window আসবে সেখান থেকে ক্লিক করুন
HKEY_CURRENT_USER ->software-> yaho pager -> test
এখন ডান পাশের খালি জায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে new সিলেক্ট করে dword value তে ক্লিক করুন। এখন আপনি নতুন একটি dword value তৈরি করুন এবং তার নাম দিন plural । এবার plural এর উপর ডাবল ক্লিক করে যে বক্সটি আসবে সেখান থেকে decimal এ ক্লিক করুন এরপর value data থেকে 0 মুছে দিয়ে 1 করে দিন। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন। এখন আপনার Yahoo Messenger যতবার ওপেন করবেন ততবারই ওপেন হবে এবং প্রতিটি দিয়েই নতুন ID তে Login করতে পারবেন।
0 comments:
Post a Comment